![প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল দিলো সোশ্যাল ইসলামী ব্যাংক](https://somoyarkagoj.com/wp-content/uploads/2022/11/09.png)
সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দেশের দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ৭৫ হাজার পিস কম্বল প্রদান করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।