ফেব্রুয়ারি ৫, ২০২৫
দারুনমল্লিক যুবসংঘে Smart TV ও চেয়ার প্রদান।

বরুণ কান্তি মন্ডল, খুলনা প্রতিনিধি:

১০-১১-২০২২ ইং বৃহস্পতিবার খুলনার দরুন মল্লিক যুবসংঘে অনুদান হিসেবে ৩২” Smart TV ও ৪০ টি চেয়ার প্রদান করেন জান্নাত ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের চেয়ারম্যান মোঃরুহুল আমিন (মন্টু), ২২৭/১ এম এ বারী রোড গল্লামারী,খুলনা। এসময় উপস্থিত ছিলেন হরিণ টানা থানা উপ পুলিশ পরিদর্শক দ্বৈপায়ন মন্ডল, সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ রপ্তান,কোষাধ্যক্ষ নিমাই মন্ডল, শৈত্যব্রত সরকার, কৈলেশ শীল, এমদাদুল শেখ,মৃকঙ্ক বৈদ্য,বরুণ কান্তি মন্ডল প্রমুখ।যুবসংঘের পক্ষ থেকে আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »