ফেব্রুয়ারি ৫, ২০২৫
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নি‌য়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৭ জনের মৃত্যু হলো।

উল্লিখিত সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হ‌য়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী।

 সোমবার (৭ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা গে‌ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ৪৯৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৮ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৮০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৯০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯৮২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »