মহামারি করোনা শুরু কালীন সময় হতে এখন পর্যন্ত নিরলসভাবে মানুষের সেবায় কর্মরত থাকার ফলাফল হিসেবে মানবতার সেবার মুকুটের পাশাপাশি আরেকটি মাইলফলক লাভ করল আমেরিকার বাঙ্গালী কমিটি দ্বারা পরিচালিত সংগঠন এস্টোরিয়া ওয়েল ফেয়ার সোসাইটি ।
নিউইয়র্কের স্টেট সিনেটর কর্তৃক মানব সেবায় কার্যত ভূমিকা রাখায় “ স্টেট সিনেটর প্রসংসা পত্র” দান করল সংগঠনটিকে ।
গত মার্চ থেকে শুরু হওয়া মহামারি করোনার কারনে অনেক প্রবাসি বাঙ্গালী সহ আমেরিকানদেরও কাজ বন্ধ হতে থাকে । করোনায় লকডাউন হলে বেশী সমস্যায় পড়তে হয় কাগজবিহীন প্রবাসিদের ।অত্যন্ত দূর্যোগকালীন সময়ে এস্টোরিয়া ওয়েল ফেয়ার সোসাইটি এগিয়ে আসে মানবতার সেবায় ।
মাস্ক, হ্যান্ড সেনেটাইজার , শুকনা খাবার , চাল-ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাবার সরবরাহ করে থাকে সোসাইটির সদস্যরা ।
প্রশংসা পত্র গ্রহন কালে সোসাইটির সভাপতি বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের কৃতি সন্তান এস্টোরিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী জনাব সুহেল আহমদ বলেন – ভালো লাগছে প্রশংসাপত্র পেয়ে । আমরা অত্যন্ত ভালো কাজ করতে পেরেছি বলেই তো এমন সম্মাননা আমরা অর্জন করতে পেরেছি । ভালো কাজ সহ যেকোন মানবতার উন্নয়নমূলক কাজে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সব সময় সদা প্রস্তুত থাকবে ।
সংগঠনটির সেক্রেটারি মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের কৃতি সন্তান আমেরিকাস্ত মৌলভীবাজার ডিস্টিক সোসাইটির সাধারন সম্পাদক জনাব জাবেদ উদ্দিন আলাদাভাবে মানবসেবার জন্য প্রশংসা পত্র লাভ করেন ।
তার সাথে আলাপচারিতায় তিনি বলেন – মানব সেবা ইবাদের মতো । যতদিন বেঁচে থাকব মানবতার উন্নয়নে কাজ করে যাবো । তিনি এসব কাজের নিউজ করার পাশাপশি তাদের সাথে সম্পৃক্ত হয়ে মানবতার কল্যানে কাজ করার জন্য অনুরোধ করেন ।