অনেক সময় মোবাইল ফোন সাইলেন্ট করে রাখা হয়। আবার দেখা যায় খুঁজে পাওয়া যায় না।
ফোন যদি সাইলেন্ট থাকে, তবে খুঁজে পেতে সমস্যা হয়। তখন আপনি ভিন্ন কৌশল অনুসরণ করতে পারেন।
আসুন জেনে নিই কী করবেন-
১. প্রথমে অন্য কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ওয়েবসাইটে যেতে হবে। এর পর সার্চ অপশনে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন।
২. গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন। নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে।
৩. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।
৪. এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।
৫. ফোন সাইলেন্ট মুডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে পান।
এই পদ্ধতিতে ফোন পেতে হলে আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নতুবা এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাওয়া যাবে না।