চেয়ারম্যান- মুশতাক আহম্মদ লিটন (শিশু লিটন )
মহাসচিব- ফেরদৌস আরা বন্যা
জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি’র এক সাধারন সভা ১৬ আগস্ট বিকেলে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আমরা কুঁড়ি’র ৪৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়। চেয়ারম্যান – মুশতাক আহম্মদ লিটন। ভাইস চেয়ারম্যান ফকির সাহাবুদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. মোঃ শাহিন রেজা চৌধুরী, ডা. অপূর্ব পণ্ডিত, মোঃ আনিসুল ইসলাম বিপ্লব, মোঃ সোহরাব আলম, আনোয়ার হোসেন জয়, মুহাম্মদ মাহবুবুল আলম সোহেল, কানিজ সুবর্ণা, সোহেল মেহেদী ও সুজয় মন্ডল। মহাসচিব- ফেরদৌস আরা বন্যা, যুগ্ম মহাসচিব – তাছলিমা জাহান রিবা, রাফিয়া বিনতে ইসলাম রুহী, নুর ই নাজনীন তৃপ্তি। সাংগঠনিক সচিব – ইমরান রাজন, মিরা হোসেন। অর্থ সচিব- রেজওয়ানা তালুকদার, দপ্তর সচিব- নাজনীন আহম্মদ পাপিয়া, সাহিত্য সচিব- ফরিদা রানু, সাংস্কৃতিক সচিব(সংগীত) – উষা মজুমদার, সাংস্কৃতিক সচিব(নৃত্য) – লতা মন্ডল, সহ-সাংস্কৃতিক সচিব(সংগীত) – মায়মুনা হায়দার চৌধুরী, সহ-সাংস্কৃতিক সচিব(নৃত্য) – সায়মা হাসিবা অপূর্ব, মহিলা ও শিশু বিষয়ক সচিব – শাহীন আক্তার রুবি, সহ মহিলা ও শিশু বিষয়ক সচিব – মাহমুদা আহমেদ অনু, ক্রীড়া ও সমাজ কল্যাণ সচিব – শান্তা ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ কল্যাণ সচিব – ফারজানা জিন্নাত শান্তা, আপ্যায়ন সচিব- সেলিনা হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব – সাগর হাসানাত, শিক্ষা বিজ্ঞান ও পাঠাগার সচিব – কামাল আহমেদ বাবু, সহ শিক্ষা বিজ্ঞান ও পাঠাগার সচিব – ইসরাত হ্যাপী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব – প্রিন্স মাহদ্বীন প্রিয়ান, সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব – রিয়াজ রহমান। কার্যকরী সদস্য – আঞ্জুমান আরা জামান লিজা, ইসরাত জাহান মিম, আল আমিন ভূঁইয়া, হাফিজ রহমান, নুরুন্নাহার চৌধুরী সাবরিনা, প্রিয়াঙ্কা চৌধুরী নীলা, এম শাহীন আরিফিন, উজ্জ্বল আহমেদ, মনীষা মন্ডল, মম মন্ডল, সুস্মিতা দত্ত, স্নেহা ইসলাম মিম, রোহানা ইসলাম ছোঁয়া।