সবুজ অরণ্য।
চট্টগ্রাম অফিস-ঃ
শহরতলী বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী কানুনগোপাড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রমের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঠাকুর রামচন্দ্র দেব’র ১৬৪তম জন্মতিথি উদযাপনের লক্ষ্যে
তিনদিনের অনুষ্ঠানসূচী গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা ও প্রস্তুতি সভায় আশ্রম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গৃহীত অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অধিবাসের মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা, গীতি আলেখ্য, সংগীতানুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার ব্রহ্ম মূহুর্তে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণের শুভারম্ভ। সকাল ১১টায় দীক্ষাদান, বেলা ১২ টায় ঠাকুরপুজো, দুপুর ১টায় মহা প্রসাদ বিতরণ, সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো এবং
১৭ ফেব্রুয়ারি শনিবার অষ্ট প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণের পূর্ণাহুতি ও
কীর্ত্তণযোগে নগর পরিক্রমা।
উৎসবের দ্বিতীয়দিন আগত ভক্তবৃন্দের মাঝে দীক্ষাদান
করবেন শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমের সপ্তম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণে শ্রীকৃষ্ণ নাম পরিবেশন করবেন শ্রী নব নিত্যনন্দ সম্প্রদায়-খুলনা, শ্রী কৃষ্ণ চৈতন্য সম্প্রদায়- ভোলা, শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়- খুলনা এবং শ্রী চৈতন্য সম্প্রদায়- চট্টগ্রাম। এছাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সুদর্শন চক্রবর্তীর সঞ্চালনায় গীতি আলোখ্য পরিবেশন করবেন শরৎ গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা।
তিনদিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সর্বিক সহযোগিতা করবেন কানুনগোপাড়া তরুণ সংঘ, নবারুণ সাহিত্য পরিষদ, পল্লী সমিতি মিলনাগার, উদয়ন সংঘ, বান্ধব পাঠাগার, মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগার, একতা সংঘ, বীণাপানি সংঘ, আদর্শ ক্লাব, প্রজ্ঞা পাঠাগার, শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও ধোরলা কালী বাড়ি পরিচালনা পর্ষদসহ অন্যন্য সদস্যরা।
উৎসবের বিভিন্ন পর্বে উপস্থিত থেকে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শ্রবণ ও কৃষ্ণ কৃপাঅমৃত লাভের নিমন্ত্রণ জানান শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম পরিচালনা পর্ষদ’র সভাপতি রতন কুমার দে, সাধারণ সম্পাদক লিটন দেব এবং প্রতিষ্ঠা বার্ষিকী ও ঠাকুর রামচন্দ্র দেব’র জন্মতিথি উদযাপন পরিষদের সভাপতি সুমন দে (বাবু) আর সাধারণ সম্পাদক রঞ্জন দে’সহ অন্যান্য সদস্যবৃন্দ।