সবুজ অরণ্য : চট্টগ্রাম অফিস
দেশের তৃণমূল পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় আইনি সহায়তা নিশ্চিতে মসজিদের খতিব ও ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ অপরিসীম বলে উল্লেখ করেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ইব্রাহীম খলিল ।
শনিবার (৩০ ডিসেম্বর’২৩) দুপুরে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিস’র আয়োজনে এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহায়তায় নগরীর পাহাড়তলী
হাজী ক্যাম্প ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভায়
এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সারাদেশের তৃণমূল পর্যায়ে অসচ্ছল দরিদ্র বিচারপ্রার্থী জনগণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একটা বিরাট চ্যালেন্স। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের সেবকের মত হয়ে কাজ করতে হবে। কেননা তৃণমূল জনগোষ্ঠির মধ্যে আইনি সহায়তা কার্যক্রমে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এর প্রচার ও প্রসারের প্রয়াসে কাজ করছে সরকার।
তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসারকল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ।
এসময় তিনি বলেন, “অসচ্ছলের মামলার ভার, বহন করে সরকার” এই স্লোগানকে সামনে নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই
আর্থিক অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিদ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তীতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার তথা জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে।
হাজী ক্যাম্প চট্টগ্রাম’র উপ-পরিচালক ড. সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন মসজিদে দায়িত্বরত প্রায় একশত খতিব ও ইমাম অংশগ্রহণ করেন।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সরকারি আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সেবাপ্রার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরীতে
মসজিদের খতিব ও ইমামদের সম্পৃক্ততা এবং সহযোগিতা আবশ্যক। কেননা খতিব আর ইমামদের সাথে সমাজের মূলস্রোতধারার মানুষের সম্পৃক্ততা অন্য আর দশজনের চাইতে বেশি। তাই তাঁরা চাইলেই খুব সহজেই সরকারি আইনি সেবার ম্যাসেজ সহজে প্রান্তিক মানুষের নিকট পৌঁছাতে পারেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী ক্যাম্প ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তাবৃন্দ, লিগ্যাল ইন্টাণ সুমাইয়া ইসলাম ও লিগ্যাল ইন্টাণ কে এম আসিফ ইকবাল।