কেএমপি’র হরিণটানা থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ সাইদুর রহমান গ্রেফতার :
কেএমপি, হরিণটানা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শাহরিয়ার হাসান এর নেতৃত্বে একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ২১/০৯/২০২৩ খ্রিঃ বেলা অনুমান ১৬.৪০ ঘটিকায় আড়ংঘাটা থানাধীন ঘোনা বাজার এলাকা হতে চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলা পলাতক প্রধান আসামী মোঃ সাইদুর রহমান (২১), পিতা-মোঃ আব্দুর রহিম মোল্লা, মাতা-মোসাঃসাবিনা খাতুন, সাং-২নং কয়রা (সানাবাড়ী), থানা-কয়রা, জেলা-খুলনা কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ০৪/০৭/২০২৩ তারিখ সকাল বেলা ভিকটিম শামীমা আক্তার (১৮), পিতা-মোঃ বাবুল সানা, সাং-মাদারবাড়িয়া, থানা-কয়রা, জেলা-খুলনা এর মৃত দেহ হরিণটানা থানাধীন রায়েরমহল আন্দিরঘাট ব্রিজের দক্ষিণ পাশে একটি আবাসিক প্রকল্পে কাশবনের মধ্যে পাওয়া যায়। এ সংক্রান্তে মৃতার পিতা বাবুল সানা মৃতার স্বামী বর্ণিত আসামী মোঃ সাইদুর রহমান সহ অজ্ঞাতনামা ০৪/০৫ জনের বিরুদ্ধে হরিণটানা থানার মামলা নং-০১, তারিখ-০৫/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোন দায়ের করেন। ঘটনার পর থেকে উল্লেখিত আসামী পলাতক ছিল।