ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত পৃথক দুটি নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। আজ ২৬ জুন, সোমবার, বিকাল ৫.৩০টায়, এরশাদ স্কুল মাঠ (কড়াইল) ও ভাষানটেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
ঢাকা ১৭ আসনে নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান এবং ইতিমধ্যে তার সুফল আমরা ভোগ করছি। নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। আগামী উপ-নির্বাচনে আমি বিজয়ী হলে ঢাকা ১৭ আসনের সর্বস্তরের জনসাধারণ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সকল নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। আমি নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করবো।
তিনি বলেন, এই আসনে বিভিন্ন কারণে সুষম উন্নয়ন হয়নি। কিন্তু দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ থেকে একজনকে দায়িত্ব দিয়েছেন এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আগামী দিনগুলোতে আমার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। আমি আপনাদেরই লোক।