ফেব্রুয়ারি ৫, ২০২৫

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভোর থেকেই আরাফাত ময়দানে হাজির হন বিশ্বের ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। খুতবা পাঠ করবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ।

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…
সুউচ্চকণ্ঠে সৃষ্টিকর্তার একত্ব ও মহত্ত্বের কথা ধ্বনিত হচ্ছে প্রতিক্ষণে।

ঐতিহাসিক আরাফাত ময়দান- ভরে উঠেছে পুণ্যময় শুভ্রতায়। একইসঙ্গে বিশ্ব ভ্রাতৃত্বের এক অনুপম দৃশ্যের অবতারণা। সাদা কাপড়ে চার বর্গমাইলের ওই মাঠে জড়ো হয়েছেন বিশ্বের ১৬০ দেশের ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান।

পাপমুক্তি আর আত্মশুদ্ধির বাসনায় অশ্রুসিক্ত নয়নে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানাচ্ছেন তারা।

ভোরে ফজর নামাজ শেষ করেই মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন মুসুল্লীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা বাসে করে পৌঁছান গন্তব্যে। সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র ভূমিতেই ইবাদতে ব্যস্ত থাকবেন।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদে নামিরাহ থেকে খুতবা পাঠ করবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। বাংলাসহ ২০টি ভাষায় সরাসরি সম্প্রচার হবে খুতবা। সেখানে থাকবে মুসল্লিম বিশ্বের জন্য দিকনির্দেশনা।

সূর্যাস্তের সময় মুজদালিফায় রওয়ানা হবেন মুসুল্লীরা। রাতে সেখানেই অবস্থান করবেন। পরদিন ভোরে মিনায় জামরাতে শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজ।

এবার হজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- গরম। ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে সৌদি। এ অবস্থায়  কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাসেবা দিতে ৩২ হাজার স্বাস্থ্যকর্মী ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছে সৌদি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »