বরুণ কান্তি মন্ডল: ( ব্যুরো প্রধান খুলনা বিভাগ )
১৩ ই মে,২০২৩ইং রোজ শনিবার,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকি(২২ মে)সফল করার লক্ষ্যে খুলনা জেলা কর্তৃক আয়োজিত প্রুস্ততি সভা।
আলোচ্য বিষয় বস্তুঃ আওয়ামীমৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে দিন ব্যপি বিভিন্ন কর্মসূচি, কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আলোচনা করেন এবং উপকমিটি গঠনের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।অনুষ্ঠানে সভাপিত্ব করেন হাজী সাইফুল খান, সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ দিদারুল ইসলাম, লস্কর ওবায়দুর রহমান, কানাইলাল রায়,জি এম কামরুল ইসলাম, মোঃমাজহারুল আলম,মোঃ রেজাউল করিম সরদার, প্রিতীশ মন্ডল, মোঃ বুলবুল গাজী, নাসরুল্লা হীরা, মোঃ কায়নাত, শেখ আব্দুল্লা মেজবা, জি এম মঈনুজ্জামান, নুরুজ্জামান সানা, মোঃমিলন হোসেন, আসাদুজ্জামান মুকুল, মোঃ আসাদ হোসেন, মাহামুদ খান রিয়াদ,কারী মোঃ কামরুল, বরুণ কান্তি মন্ডল, মোঃইবাদুল মোল্লা, আব্দুল মালেক সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।