ফেব্রুয়ারি ৫, ২০২৫
“এই তৃষিতা শোন “

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান চৌধুরী,ও ষ্টেজ পারফরমার । সংগীত পরিচালক ও কন্ঠ শিল্পী মান্নান মোহাম্মদ এর সুরে দারুণ একটি গান গাইলেন । গানের কথা লিখেছেন শিল্পী, মোতাহার হোসেন মজনু । তার লেখা ” এই তৃষিতা শোন আমি চাই তোমার হৃদয়ে ভালো বাসার রং ছিটাতে তুমি কি জানো, এই তৃষিতা শোন ” শীষ’ ও ডিও – ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে গান টি প্রকাশের পর এখন পর্যন্ত যারা যারা গান টি শুনে ছেন সবাই প্রশংসা করেছেন ।গান টি ভিডিও আকারে প্রকাশ হবে শিগগিরই ।সুর ও সংগীত পরিচালক, শিল্পী, মান্নান মোহাম্মদ ।শিল্পী, হাসান চৌধুরী। গানের কথা লিখেছেন । শিল্পী, মোতাহার হোসেন মজনু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »