ফেব্রুয়ারি ৫, ২০২৫
পদযাত্রায় গুলিবিদ্ধ ইমরান খান, আহত ৩

আহত ইমরানকে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে

পদযাত্রায় গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে চড়ে সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আহ্বান জানাচ্ছিলেন ইমরান। সেই সময়েই এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

হামলাকারীকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলেই। এতে ইমরানসহ আহত হয়েছেন আরও দুজন। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হচ্ছে।

পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চ শুরু করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান।

সেখান থেকেই তারা সকলে প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাচ্ছিলেন। সেই কর্মসূচির অংশ হিসাবেই ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে।

এর আগেও পাকিস্তানে একাধিক নেতা-নেত্রী জনসভায় হামলার শিকার হয়েছেন। দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিকাকত আলি খান জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

২০০৭-এর ২৭ জানুয়ারি ১৫ বছর বয়সী এক আত্মঘাতী বোমারুর হামলায় নিহত হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। আত্মঘাতী ওই হামলা চালানো কিশোরের নাম বিলাল। রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী জনসভা শেষ করে বেনজির যখন তাঁর গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন সেই সময় বিলাল তাকে গুলি করে এবং পরে আত্মঘাতী হামলা চালায়। পাক তালিবান (টিটিপি) ওই হামলার নির্দেশ দিয়েছিল বলে জানা যায়।

সূত্র- ডন, আনন্দবাজার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »