ফেব্রুয়ারি ৫, ২০২৫

তৃতীয় দিনেও কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দর্শকের ঢল। শুধুমাত্র ‘হাওয়া’ নয় , ‘হাসিনা এ ডটারস টেল’ থেকে ‘ন ডরাই’ কিংবা ‘পরান’ তিনবেলায় ছয় শো সব হাউসফুল। পশ্চিম বাংলায় বাংলা সিনেমার ক্ষেত্রে দর্শকদের এমন আগ্রহ শেষ কবে দেখা গেছে তা মনে পড়া কঠিন।

শো শুরুর প্রায় তিন ঘণ্টা আগে থেকে নন্দন চত্বরে রোদের মধ্যে ৫০০ মিটার লম্বা দর্শকদের অপেক্ষার লাইন বলে দেয় ভালো বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমেনি এতটুকুও। শনিবার প্রথম দিনের পর সেই অর্থে বাংলাদেশি বা টালিউডের কোনো তারকার উপস্থিতি নেই কলকাতার নন্দন চত্বরে। তারপরও শুধুমাত্র বাংলা ও বাংলাদেশি সিনেমার টানে কলকাতার নন্দন চত্বরে দর্শকদের ভিড় লেগেই রয়েছে।

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

এবার পুরো উৎসবে প্রদর্শিত হবে ৩৭টি ছবি। এর মধ্যে প্রথমদিনেই জনপ্রিয় সিনেমা হাওয়াসহ প্রদর্শিত হয় ৫টি সিনেমা। বাংলাদেশি চলচ্চিত্রের প্রশংসায় পঞ্চমুখ দর্শনার্থীরা।

একজন দর্শনার্থী বলেন, আমি কিছুদিন যাবৎ বাংলাদেশের সিনেমা দেখছি। হাওয়া সিনেমা যখন থেকে এসেছে, সিনেমাটি দেখার চেষ্টা করছি।

হাওয়া সিনেমা দেখে বের হয়ে একজন বলেন, অনেক দিন পর ভালো একটা বাংলা সিনেমা দেখলাম। এতটা ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এই উৎসবের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য ও সম্প্রচারমন্ত্রী বাবুল সুপ্রিয়সহ অভিনেতা-অভিনেত্রীরা।

কলকাতাবাসীর আগ্রহের কারণে উৎসব আরও একদিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »