খুলনা প্রতিনিধি:বরুণ কান্তি মন্ডল
গতকাল শনিবার বিকেল তিনটায় খুলনার বটিয়াঘাটার উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের স্বপ্নচূড়া যুব সংগঠনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
স্বপ্নচূড়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড জাকির হোসেন, সহকারী অধ্যাপক সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে লোকমান হোসেন, ম্যানেজার,কোডেক সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প। শেখ আসাবুর রহমান(আসাব)-চেয়ারম্যান ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।সম্মানিত অতিথি যথাক্রমে মোঃ গোলাম হাসান,সাবেক চেয়ারম্যান ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।শেখ মো:সাহেব আলী-প্রধান শিক্ষক, বিরাট মাধ্যমিক বিদ্যালয়। শেখ ইকরামুল হক-প্রধান শিক্ষক, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়। ফরহাদ হোসেন -সহকারী শিক্ষক, বি, এল,জে মাধ্যমিক বিদ্যালয়। এম,এম,এ বাশার -সহকারী শিক্ষক, বিরাট মাধ্যমিক বিদ্যালয়।
সৈয়দ সাজেদুল ইসলাম -গবেষক, লবনাক্ততা ও ধান গবেষণা প্রতিষ্ঠান। মোজাম্মেল হক মিথুন-সভাপতি,সাদাল বাজার ব্লাড ডোনার ক্লাব।সোয়াইব হোসেন -সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন,বটিয়াঘাটা। শাহিন সিরাজ-স্বেচ্ছাসেবী এবং জলবায়ু কর্মী সহ সংগঠনের সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।