আজ ৫ নভেম্বর শনিবার নাবিলা আলম পলিন এর জন্মদিন। বৃশ্চিক রাশির জাতিকা, প্রচার বিমুখ পলিন এই মূহুর্তে গ্রীন টিভির একটি ডেইলি সোপে কাজ করছেন, একট ভিন্নধর্মী চরিত্রে তিনি অভিনয় করছেন। চরিত্র ও গল্পটি সম্পর্কে এই মূহুর্তে শেয়ার করতে চাইছেন না। গত ২৭ অক্টোবর নাজমুল নবীন পরিচালনায় চরকিতে রিলিজ হলো ওয়েব ফিল্ম ‘আড়াল’। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি ‘দেশান্তর’ মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর। নির্মলেন্দু গুন এর উপন্যাস অবলম্বনে আশুতোষ সুজন এর পরিচালনায় নির্মিত এ ছবিটি মূলত দেশভাগের শতশত ক্ষত আর ভালোবাসার টানাপোড়নে নির্মিত। ব্যক্তিজীবনে পলিন ঘরকুনে হলেও মাঝে মাঝেই দেশান্তরী হতে ভালোবাসেন। ভালোবাসেন প্রকৃতির কাছাকাছি নিজেকে বিলীন করতে, তাইতো প্রায়ই একা-একাই বেরিয়ে পড়েন, ঘুরে বেড়ান পাহাড়-বন-জঙ্গল-সমুদ্র। হোক সেটা দেশে বা বিদেশে। পত্রিকার পক্ষ থেকে পলিনকে জন্মদিনের শুভেচ্ছা।