![রাজবাড়ীতে পদ্মার ভাঙনে পাঁচশ বিঘা ফসলি জমি বিলীন](https://somoyarkagoj.com/wp-content/uploads/2022/10/Untitled-21.png)
রাজবাড়ীতে অসময়ে পদ্মা নদীর ভাঙন দেখা দিয়েছে। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর, মহাদেবপুর, কালিতলা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভাঙনের পাঁচ শতাধিক বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মায় পানি প্রবাহ কমার কারণে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড।
তবে স্থানীয়রা বলছে, পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ কোন কাজ আসছে না। ভাঙন রোধ করতে হলে পরিকল্পিতভাবে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।