ফেব্রুয়ারি ৫, ২০২৫
 মানবতার ফেরিওয়ালা "আজিজুর রহমান"

মানবতার ফেরিওয়ালা “আজিজুর রহমান”

৮ ফেব্রুয়ারি ২০২৪,
বরুন কান্তি মন্ডল, খুলনা বিভাগীয় বুরো প্রধান।

খুলনার টিউলিপ রেনট্ এ কার এর সততাধীকারী শেখ আজিজুর রহমান অভুকত ঘর বাড়ি হীন মানুষের এক বেলার অন্ন জোটানোর জন্য নিজ উদ্যোগে তৈরি খাবার ও ছেলে মো:আবীর হোসেন কে নিয়ে গতকাল রাত ১১ টায় বের হয়ে পড়েন।নগরীর ময়লাপোতা, শিববাড়ি, রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন স্থানে। এছাড়া সাথে ছিলেন ছেলের বন্ধু আলামিন ও সাকিব সরদার।অভুকত মানুষ গুলো এক বেলার খাবার খেতে পেয়ে যে কতটুকু খুশি তা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না।এই খাবার টুকু না পেলে মানুষ গুলো হয়তো না খেয়ে রাত কাটাতো।

আবীর জানান আব্বু এ আয়োজন কিছু দিন পর পর করে থাকেন। আজিজ ভাই বলেন সমাজের বৃত্তবানদের সহোযোগীতা পেলে আরও ভালো কিছু করার আশা আছে। এ সময় খুলনার অর্থনীতির বিজ্ঞাপনব্যবস্থাপক বরুণ মন্ডল মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন এবং সার্বিক সহোযোগীতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »