ফেব্রুয়ারি ৫, ২০২৫

জেলা প্রতিনিধি মোঃ-রবিউল ইসলাম

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের সামনে হাসপাতালের ২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, প্রয়োজনীয় ডাক্তার-নার্স ও পরিচ্ছন্নকর্মীর দাবীতে গত ১৮.০৭.২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকা হতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান আহবায়ক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃত্বে আমরণ অনশন কর্মসূচি চলমান ছিল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২৫০ শয্যা পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবীতে চলমান আমরণ অনশনের বিষয়টি আমলে নিয়ে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সম্মানিত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জনাব সাজ্জাৎ হোসেন, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা এবং জেলা ও উপজেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ অদ্য ২০.০৭.২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হন। হাসপাতালের সামনে অনশনরত সদস্যদের আশ্বস্ত করেন যে, আগামী ০২ (দুই) মাসের মধ্যে তাদের যৌক্তিক সকল দাবি বাস্তবায়ন করা হবে। জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অনশনরত সদস্যরা সন্তুষ্ট হয়ে পানি পানের মধ্য দিয়ে আমরন অনশন ভাঙ্গেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »