জেলা প্রতিনিধিঃ- মোঃ-রবিউল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত এসআই(নিঃ) আহম্মেদ আলী বিশ্বাস সম্প্রতি পুলিশ পরিদর্শক(নিঃ) পদে পদোন্নতির আদেশ প্রাপ্ত হন।
তিনি ঝিনাইদহ সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ১৮.০২.২০১৩ খ্রিঃ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আউট সাইড ক্যাডেট এসআই(নিঃ) হিসেবে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি জেলা পুলিশ খুলনা, র্যাব, পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা এবং সর্বশেষ জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় সুনাম ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব আহম্মেদ আলী বিশ্বাসকে অদ্য ২৬.০৬.২০২৩ খ্রিঃ বেলা ০৩:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে পুলিশ পরিদর্শক পদের র্যাংক পরিয়ে দেন । এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, ডিএসবি, জনাব ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, জনাব মোহাম্মদ আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ ওলিউজ্জামান, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।