অরুপ জোদ্দার,
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটার ভান্ডারকোট ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ড. প্রশান্ত কুমার রায়।
বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য খুলনা ১ আসনে নৌকার পক্ষে মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় গতকাল বুধবার সকাল ১১ টায় খুলনার বটিয়াঘাটা উপজেলায় ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ মিলানায়াতনে ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত জনসভায় বক্তৃতাকালে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন, তিনি আবারও শেখ হাসিনা সরকার গঠনের জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতাণের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যান।
তিনি ভান্ডারকোট জনসভায় বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে । আওয়ামীলীগ মানুষের সর্বস্তরের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছে । তিনি আরো বলেন শেখ হাসিনা সরকার সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, আধুনিক শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখযোগ্য অবদান রেখেছে ।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরো এক ধাপ এগিয়ে নিতে ভান্ডারকোট বাসিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান তিনি।
সাবেক সচিব ড প্রশান্ত কুমার রায় খুলনায় ১ আসনে মনোনয়ন পাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। উক্ত পখসভায় ভান্ডারকোট বাসির বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চিত্র তুলে ধরে প্রচারণা করছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড প্রশান্ত কুমার রায় ।