ফেব্রুয়ারি ৫, ২০২৫

শফিকুল আলম মিলন ( সময়ের কাগজ-ঢাকা )

“জমে উঠেছে দাউদকান্দি ও তিতাসের নির্বাচন”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা-১ (দাউদকান্দি – তিতাস) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বিপুল উৎসাহ উদ্দীপনা নৌকা শ্লোগানে মুখরিত পুরো উপজেলা। রাস্তা ঘাট ,পাড়া মহুল্লা, বাজার ও মার্কেটে বাজছে গান সম্মলিত প্রচারনা ও মাইকিং। কর্মীরা হাতে হাতে লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের বাড়ী বাড়ী। এদিকে দাউদকান্দি ওলাময়ামী লীগের (উত্তর) সভাপতি জনাব হাজী মান্নান- জনাব ইঞ্জিনিয়ার আব্দুর সবুরের হাতে হাত মিলিয়ে পাড়া, মহুল্লায়, ও বাড়ী বাড়ীতে উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জনাব হাজী মান্নান আওয়ামী লীগের (উত্তর) মার্কা নৌকা -নিজ হাতে তৈরি করা একটি বঙ্গীন নৌকা উপহার দিলেন-শেখ হাসিনার মননীত পার্থী জনাব ইঞ্জিনিয়ার আব্দুর সবুরকে। জনাব হাজী আব্দুল মান্নানের- আলোক সজ্জিত এই নৌকাটি দাউদকান্দি থানার সামনে জারিফ আলী পার্কের গেইটে স্থাপন করেন। আলোক সজ্জিত এই নৌকাটিকে পার্কে আসা অনেকেই উপভোগ করছেন ।

সময়ের কাগজের সাথে আলাপকালে জনাব হাজী আব্দুল মান্নান বলেন, এই নৌকা দাউদকান্দি ও তিতাসবাসীর শাস্তির প্রতীক, এই নৌকা দাউদকান্দি উপজেলায় শান্তি ফিরিয়ে আনবে, তিনি সময়ের কাগজকে আরো বলেন- আমি বিশ্বাস করি সবুর ভাই সন্ত্রাস মুক্ত, মাদকমুক্ত , মা-বোনের নিরাপত্তা, স্মাট উপজেলা এবং উন্নয়নের রোল মডেল হিসাবে দাউদকান্দি ও তিতাসবাসীকে উপহার দিবেন। কয়েকটি উঠান বৈঠকে জনাব হাজী আব্দুল মান্নান, দাউদকান্দি ও তিতাস এলাকাবাসীকে বলেন- আগামী ৭ তারিখ জনাব ইঞ্জিনিয়ার আব্দুর সবুরকে জয়যুক্ত করার জন্য আমরা সবায় মিলে আমরা আমাদের ভাই-বোন, আত্মীয় স্বজন নিয়ে ভোট কেন্দ্রে যাবো এবং সবুব ভাইকে (নৌকা মার্কায়) ভোট দিয়ে জয়যুক্ত করবো।  জনাব হাজী আব্দুল মান্নান পরম করুণাময় আল্লাহ কাছে দোয়া, নৌকা মার্কায় ভোট চেয়ে এবং ইঞ্জিনিয়ার আব্দুর সবুরকে জয়যুক্ত করার আহবান জানিয়ে, মেহনতী মানুষের শান্তি কামনা করেন ও দাউদকান্দি ও তিতাসবাসীর কাছে তার জন্য দোয়া চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »