বিনোদন ডেস্ক-:
গত ২৮ জুন (শুক্রবার) থেকে নগরীর দোস্ত বিল্ডিং-এর মহড়া কক্ষে শুরু হল থিয়েটার স্লোগান-চট্টগ্রাম’র নবীণ নাট্যকর্মীদের নিয়ে দু’মাসব্যাপী নাট্য কর্মশালা।
চট্টগ্রামে নাট্যচর্চ্চায় দীর্ঘ প্রায় দু’দশক অতিবাহিত করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন’র সদস্যভুক্ত নাট্য সংগঠন থিয়েটার স্লোগান।
তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে ৩০ আগস্ট’২৪। কর্মশালায় অংশগ্রহণকারী সকল নবীণ নাট্যকর্মীদের সনদপত্র আর একজন নাট্যকর্মীকে শ্রেষ্ট নবীণ নাট্যকর্মী পদক প্রদান করা হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী নাট্যকর্মীদের নিয়ে নির্মাণ করা হবে কর্মশালা ভিত্তিক প্রযোজনা
“কাজলা দিদি”। নাটকটি রচনা ও নির্দেশনায় থাকবেন থিয়েটার স্লোগান চট্টগ্রাম’র দলপ্রধান নাট্যকার ও নাট্য নির্দেশক “লালন দাশ”।
উল্লেখ্য, থিয়েটার স্লোগান প্রযোজনা ও নাট্যকার, নাট্যাভিনেতা ড. সেলিম আল দীন রচিত এবং বহুল প্রসংশিত আর প্রদর্শিত পথনাটক “সংবাদ কার্টুন”, নাটকটি ছিলো ২০০৫ সালে থিয়েটার স্লোগান চট্টগ্রাম’র প্রতিষ্ঠাকালীন কর্মশালা ভিত্তিক একটি প্রযোজনা, যে নাটকটি বিগত ১৯ বছরে সারা চট্টগ্রামে প্রায় ৩০০ এর অধিক উম্মুক্ত প্রদর্শনী সম্পন্ন করে থিয়েটার স্লোগান’র নাট্যকর্মীরা।
কর্মশালার বিভিন্ন পর্বে প্রশিক্ষণ প্রদান করবেন থিয়েটার স্লোগান’র দলপ্রধান নাট্যকার ও নাট্য নির্দেশক লালন দাশ, সহ-দল প্রধান টুটুল গাঙ্গুলি, প্রীতিকনা দাশ ও রাজীব চৌধুরী।
কর্মশালায় আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন এডভোকেট দীপক চৌধুরী- দলপ্রধান চট্টগ্রাম থিয়েটার, শেখ শওকত ইকবাল- দলপ্রধান চট্টল থিয়েটার, সুচরিত চৌধুরী টিংকু- দলপ্রধান অনন্য থিয়েটার ও শাহ্ তামরাজুল আলম- দলপ্রধান আসর নাট্য সম্প্রদায়।
কর্মশালার আয়োজন সহযোগিতায় থাকছেন লায়ন শিবু প্রসাদ ভদ্র (জীবন) প্রতিষ্টাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা থানেশ্বর-নমিতা সোস্যাল ফাউন্ডেশন (টিএনএসএফ)।