ফেব্রুয়ারি ৫, ২০২৫
জীবন বদলাতে কারিগরি শিক্ষা

জেলা প্রতিনিধিঃ আন্তনী দ্রং

ধোবাউড়া মেঘালয় গারো পাহাড়ের পাদদেশের প্রত্যন্ত একটি উপজেলা। যেখানে উল্লেখযোগ্য কোন উন্নয়ন এখনো ঘটেনি। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাবিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়োপযোগী কমসূচী গ্রহণ ও বাস্তবায়নের ফলে শিক্ষা খাতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান সরকার নিধারিত স্তর পযন্ত সকল ছাত্র-ছাত্রীদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংবিধানে অন্তভূক্ত করেছে।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ২০২২ শিক্ষাবষের কারিগরি শিক্ষা কাযক্রম শুরু হয় । বর্তমানে ৪টি ট্রেডের উপর প্রতিষ্ঠানটি কার্যক্রম চালু করেছে। প্রতিষ্ঠানের রয়েছে সুবিশাল একাডেমিক বিল্ডিং, প্রশাসনিক বিল্ডিং, আধুনিক ল্যাব, লাইব্রেরী, অডিটোরিয়ামসহ আরো অনেক ফ্যাসিলিটি বিদ্যমান রয়েছে। বর্তমানে প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের রয়েছে উচ্চ শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত আধুনিকমনা বন্ধু সুলভ শিক্ষকমন্ডলী যাদের সু-নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই অনেক সুনাম অর্জন করেছে। জীবন বদলাতে কারিগরি শিক্ষা আবশ্যক। দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার দেশ ব্যাপী কারিগরি শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছে । ধোবাউড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নিয়মিত ভাবে মত বিনিময় সভার আয়োজন করা হয়।


ধোবাউড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে নিয়ে এলাকার অভিভাবকদের মধ্যে রয়েছে আশাব্যাঞ্জক স্বপ্ন। অভিভাবকদের প্রত্যাশা তাদের সন্তানেরা এই প্রতিষ্ঠানে হাতে কলমে শিক্ষার সুযোগ পাবে। যা তাদের শিক্ষার পাশাপাশি তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলবে। যার ফলে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। এই ধরণের শিক্ষা ব্যবস্থার ফলে এলাকার আথ-সামাজিক সমৃদ্ধিসহ টেকসই উন্নয়ন ঘটবে। ছাত্র-ছাত্রীদের সাথে আলাপ করে জানা যায় যে, স্কুলের শিক্ষকদের সাথে তাদের বন্ধু সুলভ সর্ম্পক রয়েছে।

পড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরণের বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে। হাতে কলমে পাঠ দানের ফলে লেখা-পড়ার প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বৃদ্ধি পায়। এছাড়াও রয়েছে আধুনিক ল্যাব যেখানে ছাত্র-ছাত্রীদের হাতে কলমে অনুশীলনের সুযোগ রয়েছে। প্রত্যেকের জন্য রয়েছে কম্পিউটার শিক্ষার সুযোগ, যা তাদের শিক্ষার আগ্রহকে আরো বৃদ্ধি ঘটিয়েছে। “কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্ম মিলে”- কারিগরি শিক্ষা নিলে কখনই বেকার থাকতে হয় না। উন্নত দেশগুলোতে কারিগরি শিক্ষার হার অনেক বেশী। তাই সে সকল দেশে বেকারত্বের সংখ্যাও অনেক কম। তাই তারা অথনৈতিকভাবে অনেক এগিয়ে আছে। এলাকাবাসী আওয়ামী লীগ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসীর প্রত্যাশা এই সরকারকে জনগণ আবারো ভোট দিয়ে দেশবাসীর সেবা ও উন্নয়নে সুযোগ দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »