জেলা প্রতিনিধি: আন্তনী দ্রং
আজ ৮ই এপ্রিল, রোজ সোমবার ধোবাউড়া উপজেলা প্রশাসন কতৃক ২৬৫ জন নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়াধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৩৪ লক্ষ সম মানের বাই-সাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুল হক সায়েম, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৪৬, ময়মনসিংহ-১, (হালুয়াঘাট-ধোবাউড়া)। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ধোবাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, প্রিয়তোষ বিশ্বাস বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। মাননীয় সংসদ সদস্য নিজ হাতে ২৬৫ শিক্ষার্থীদের (প্রাথমিক ১৪০ জন, মাধ্যমিক ৮৫জন এবং উচ্চ মাধ্যমিক ৪০জন) মাঝে বাই-সাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করেন ।
এর মধ্যে ৩৩ ছাত্রীদের মধ্যে বাই-সাইকেল বিতরণ করেন। মাননীয় সংসদ সদস্য উপস্থিত জনগণের উদ্দেশ্য বলেন যে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তাই এখানে সকলের সমান অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চান। মাননীয় সংসদ সদস্য আরো বলেন যে, আগামীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য যে বাজেট রয়েছে তা তিনি দ্বিগুণ বৃদ্ধি করবেন বলেও প্রতিশ্রুতি দেন যেন কোন নৃ-গোষ্ঠী শিক্ষার্থী এ সুযোগ থেকে বঞ্চিত না হয়।