ফেব্রুয়ারি ৫, ২০২৫

এবার ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে সংগীত শিল্পী সালমা ও রাজিবের নতুন গান রুপসী, গানটির  কথা লিখেছেন হারুন অর রশীদ হারুন সুর করেছেন ফারদিন খান সংগীত পরিচালনায় এইচ আর লিটন এ মিউজিক লাইভ এর ব্যানারে এবার ঈদে ইউটিউবে রিলিজ হচ্ছে। আসা করি গানটি দর্শক শ্রোতাদের মন জুড়াবে। চট্টগ্রামের সীতাকুন্ড টেরিয়াল বহরপুরে যার জন্ম, পরিবারের মেজো ছেলে।

ছোটকাল থেকে তার গানের প্রতি সে আসক্ত ছিল। চাকুরীর পাশাপাশি, গানকে বুকে ধারণ করে স্কুল, কলেজ ও বিভিন্ন লোকোজ মেলায়, গান করে, এর মধ্যে ২০০৫ সালে তার একক এলবাম “অন্তরে বাবা লোকনাথ” অডিও ইন্ড্রাস্টিজে তার পথ চলা শুরু। সে থেকে আধুনিক গান, ফোক গান, পূজার গান, মাইজ ভান্ডারী গান, মোহছেন আউলিয়ার, গান সহ এ পর্যন্ত শতাধিক গান তার ইউটিউবে রয়েছে।

গত ঈদুল আযহায় এ দেশে সারা জাাগানো কন্ঠ শিল্পী তোসিবা ও  রাজিবের  রূপবান গানটি রিলিজ হয়। গানটির গীতিকার সময়ে সুপরিচিত গীতিকার হারুন অর রশিদ হারুনসুর ফারদিন খান সংগীত এইচ আর লিটন গানটি তরঙ্গ মিউজিকের ব্যানারে রিলিজ হয়। ইতি মধ্য গানটির শ্রোতাদের মধ্য ব্যাপক সারা ফেলেছে। সংগীত শিল্পী সালমা ও রাজিবের হয় যদি বদনাম শিরোনামের সংগীতা মিউজিকের ব্যানারে রিলিজ হয়।

গানটি লিখেছেন প্রদীব সাহা সুর অভি আকাশ সংগীত মোশফিক লিটু সার্বিক তত্তাবদানে ছিলেন হারুনুর রশিদ হারুন এবং গত পূর্জায় পদীব স্যাহার কথায় অভি আকাশের সুরে মোশফিক লিটুর সংগীতে মোহনা নিশার ও রাজিব দূর্গা পূজার গান রিলিজ হয় তাই এবার ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে সালমা ও রাজিবের কন্ঠে রুপসী শিরোনামের গানটি রিলিজ হচ্ছে। আসা করি দর্শকদের মন জোগাবে। ব্যক্তি জীবনে সংগীত শিল্পী রাজিব একজন ব্যবসায়ী।

ব্যবসায়র পাশাপাশি তার সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন। তার আশা গান দিয়ে হাজারো শ্রোতাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকতে চান। বর্তমান তার গানের প্রতি আরো উৎসাহিত করে  তার সহ-ধর্মনী (রিখা সরকার) তার অবদান অনিশির্কায্য। ভবিষ্যত পরিকল্পনা উপর ওয়ালার দয়া যদি হয় তাইলে নিজেকে অসহায় ও পথ শিশুদের নিয়ে আত্ম মানবতার সেবায় কাজ করার ইচ্ছে রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »