লোক নাট্যদলের ‘ কন্জুস’
অতিমারীকে পরাভূত করে আবার জেগেছে মঞ্চ। ইতোমধ্যে দেশের প্রথম সারির বিভিন্ন নাট্যসংগঠন মঞ্চে ছুটির দিনগুলিতে নিয়মিতভাবে নাটক মঞ্চায়ন করছে। এবারে দেশের অন্যতম প্রধান নাট্যসংগঠন লোক নাট্যদল (বনানী) প্রায় এক বছর পর দলের নিয়মিত প্রযোজনা দেশের সর্বাধিত মঞ্চায়িত সাড়া জাগানো হাসির নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ করতে যাচ্ছে । আগামী ৫ ফেব্রুয়ারি, শুক্রবার, সন্ধে ৬.৩০ মিনিটে মহিলা সমিতি মিলনায়তন, বেইলী রোডে নাটকটি মন্ঞ্চস্হ হবে। ফরাসী নাট্যকার মলিয়েরের-এর বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে কঞ্জুস নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, ইউজিন গোমেজ, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবুতাহের লিটন আকাশ, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সাদেকুল ইসলাম, সোহেল মাসুদ প্রমুখ। পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী, আলোক পরিকল্পনা – জি এম সিরাজুল হোসেন, আবহ সঙ্গীত- অভিজিৎ চৌধুরী, নূর তাজমিন নীর, পিনাকী রঞ্জন সরকার, মঞ্চ ব্যবস্থাপনা- আব্দুল আউয়াল খান/ সোহেল মাসুদ।