যমুনা নদীতে পানি বাড়ায় যমুনা তীরবর্তী এলাকায় তলিয়ে যাওয়ায় অনেক মানুষই কর্মহীন হয়ে পরেছে, তার সাথে করোনা মহামারীতো আছেই।
গত ৮ জুলাই সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের পাকুরতলা গ্রামে ব্যাক্তিগত উদ্যোগে বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাউল,মুড়ি,খাবার স্যালাইন)এবং নিয়মিত হাত দোয়ার জন্য সাবান বিতরণ করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, নাট্য ও চলচ্চিত্র পরিচালক তাজু কামরুল । তিনি সমাজের সচ্ছল মানুষদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।