কুমিল্লা:
চাঁদা না দেওয়ায় কুমিল্লা সদর উপজেলায় মুক্তার হোসেন নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই ভাই।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তার আনন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। আহত দুই ভাইয়ের নাম জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় আনন্দপুর গ্রামে চাঁদা না দেওয়ায় তিন ভাইকে কুপিয়ে এ হতাহতের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (পরিদর্শক) মো. বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, মুক্তার নামে একজন খুন হয়েছেন বলে শুনেছি। আহত দু’জন কুমেক হাসপাতালে রয়েছেন। খুনের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।