কুমিল্লা:
লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা সদরে মেসার্স এন এস বি ব্রিকফিল্ড গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলায় আমড়াতলী ইউনিয়নের কালকার পাড় এলাকায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী হাসান ও অমিত দত্ত এ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় এন এস বি ব্রিকস ফিল্ডটি ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয়।